দেশের সঙ্কট নিরসনে একমাত্র বিকল্প বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৩, ২০২২, ১১:৩০ পিএম

দেশের সঙ্কট নিরসনে একমাত্র বিকল্প বিএনপি: মির্জা ফখরুল

দেশের চলমান সঙ্কট নিরসনে বিএনপি-ই একমাত্র বিকল্প বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং পার্লামেন্ট বিলুপ্ত করার দাবিও জানান তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘মিট দ্য ওকাব উইথ মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) এ আলোচনা সভার আয়োজন করে।

দেশ আজ গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপন্ন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারের গণবিরোধী কার্যক্রম ও অধিকার হরণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দেশের সংকট নিরসনে গণবিরোধী অনির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে।”

অর্থনীতিকে সরকার একটি ত্রাসে পরিণত করেছে-মন্তব্য করে বিএনপি মহাসচিব  বলেন, “দেশব্যাপী একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট-দুর্নীতি হচ্ছে। দারিদ্র্যের হার ৪২ শতাংশ হয়েছে, যা আগে ৪০ শতাংশের নিচে ছিল।” নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, তেল গ্যাস জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করেছে বলেও তিনি জানান।

বিএনপি মহাসচিব বলেন, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। আমাদের ৩.৫ মিলিয়ন গণতন্ত্রকামী নেতাকর্মী মামলায় জর্জরিত। ডিজিটাল নিরাপত্তা আইন করে সরকার ভিন্নমত পোষণকারীদের দমিয়ে দিচ্ছে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে সরকার ধ্বংস করে দিয়েছে। যে দেশের মানুষ উৎসব করে ভোট দিতো তারা আজ ভোটকেন্দ্রে যায় না। ভোট দেওয়াকে ঘৃণা করে। মানুষের কোনো আস্থা নেই নির্বাচনে। বিদেশিরা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে ইতোমধ্যে ভূয়া নির্বাচন বলে দিয়েছে।

Link copied!