ধলেশ্বরীতে ট্রলারডুবি: আরও তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২২, ০৪:৪৫ পিএম

ধলেশ্বরীতে ট্রলারডুবি: আরও তিনজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় আরও তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।  এনিয়ে মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।

সোমবার (১০ জানুয়ারি) সকালে আবদুল্লাহ ও তামিম নামে দুইজনের মরদেহ এবং বেলা ১১টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয় বলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তৃতীয় জনের পরিচয় এখনও জানা যায়নি। 

এর আগে রবিবার (৯ জানুয়ারি) ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে ৬টি মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৮ জনের। এখনও নিখোঁজ রয়েছেন দুজন। ওইদিন ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার হয়েছে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেরফিন গণমাধ্যমে নিশ্চিত করেন।

এদিকে, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস গণমাধ্যমে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। আরও দুজন এখনও নিখোঁজ রয়েছেন “ নিহতদের পরিবারকে জেলা ও উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ হয়। এ পর্যন্ত ৯ জনের মরদেহ পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছে একজন।

Link copied!