নিখোঁজ চার ছাত্রীর তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ১২:৫৫ এএম

নিখোঁজ চার ছাত্রীর তিনজনের মরদেহ উদ্ধার

গাজীপুরের তুরাগ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া চার ছাত্রীর তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে নদীর স্রোতে নিখোঁজ হয় ওই চার ছাত্রী। অন্যজনের খোঁজে এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও জয়দেবপুর থানা পুলিশ দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

মৃত তিন  শিক্ষার্থী হলেন-পাইনশাইল এলাকার সোলেমানের মেয়ে রিচি আক্তার, হায়েত আলীর মেয়ে আইরিন, মো. মঞ্জু হোসেনের মেয়ে মায়া আক্তার। নিখোঁজ রিয়া আক্তার স্থানীয় সোলেমানের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় ও থানা সূত্র জানায়, জয়দেবপুর সদর উপজেলার পাইনশাইল উত্তর পাড়া এলাকায় সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রতিবেশি পাঁচ ছাত্রী তুরাগ নদীতে গোসল করতে যান। এসময় একজন স্রোতে তলিয়ে গেলে অন্যরা সাহায্যের জন্য এগিয়ে যায়। এরপর পর্যায়ক্রমে ৪ জন ছাত্রী পানিতে ডুবে যায়। অপর শিক্ষার্থী সাঁতরে তীরে ওঠে স্বজনদের জানালে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। একপর্যায়ে তুরাগ নদী থেকে রিচি আক্তারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, বেলা পৌণে ৪টার দিকে নিখোঁজ আইরিন ও মায়ার মরদেহ উদ্ধার করা হলেও, এখনও রিয়ার হদিস পায়নি ফায়ার সার্ভিস। তবে তার খোঁজে এখনও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

অন্যদিকে, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, নিখোঁজ একজনের সন্ধানে এখনো ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার তৎপরতা চলছে। মৃত্যুর ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি বলেও তিনি জানান।

Link copied!