রাফায় হামলা জোরদার ইসরায়েলের, ৩ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তরের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৪, ০৫:১৭ এএম

রাফায় হামলা জোরদার ইসরায়েলের, ৩ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তরের নির্দেশ

ছবি: সংগৃহীত

ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের ক্রমবর্ধমান চাপ উপেক্ষা করে শনিবার গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফা থেকে নতুন করে উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর ফলে আরও ৩ লাখ লোককে গাজা ছাড়তে বাধ্য করা হয়েছে।

ইসরায়েলি সেনারা এখন রাফাহ শহরের এক-তৃতীয়াংশ খালি করে দিয়েছে। এমতাবস্থায় জাতিসংঘ ইসরায়েলকে সতর্ক করে বলেছে, রাফা শহরে নতুন করে হামলা করা হলে পরিকল্পিতভাবে ও পূর্ণ মাত্রায় মানবিক কার্যক্রম আরও বিধ্বস্ত হয়ে পড়বে ও বেসামরিক লোকের প্রাণহানি বাড়বে।

রাফা শহরটি মিশরের সীমান্তবর্তী অঞ্চলের ত্রাণ প্রবেশের প্রধান পয়েন্টগুলোর কাছে অবস্থিত। এরই মধ্যে শহরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনারা এরই মধ্যে দখলে নিয়েছে রাফাহ ক্রসিংয়ে থাকা গাজার অংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন আল কাহেরা নিউজ টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, “ইসরায়েলি তাণ্ডবের ফলে অগ্রহণযোগ্য উত্তেজনা বেড়ে গেছে। সে জন্য সীমান্ত পার করে ত্রাণ সরবরাহের বিষয়ে ইসরায়েলের সঙ্গে সমন্বয়ে অস্বীকৃতি জানিয়েছে মিশর।”

Link copied!