গোল পেলেন না মেসি, তবু জয় মিয়ামির

স্পোর্টস ডেস্ক

মে ১২, ২০২৪, ০৫:৪২ এএম

গোল পেলেন না মেসি, তবু জয় মিয়ামির

মেজর লিগ সকারে রবিবার জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ৩-২ গোলে তারা মন্ট্রিলকে হারিয়েছে। এ ম্যাচে ২-০ গোলে পিছিয়ে ছিল লিওনেল মেসির মিয়ামি।

লিওনেল মেসি এ ম্যাচে গোলের দেখা পাননি। তবে লুইস সুয়ারেজ গোল করেছেন। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিয়ামি। 

১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সিনসিনাটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। 

Link copied!