এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (১২ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়।
বেলা ১১টায় ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এছাড়া সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
যেভাবে জানবেন ফল
পরীক্ষার ফল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি) বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত স্থানে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্টশিট ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানবেন যেভাবে
পাশাপাশি ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ক্লিক করে, রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্টশিট ডাউনলোড করা যাবে।
এসএমএসের মাধ্যমে এসএসসির ফল (SSC Result 2024)
ফল প্রকাশের দিনই এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। যেকোনো অপারেটরের সিমযুক্ত মোবাইল ফোনে এসএমএসে রেজাল্ট এই ফরমেটে জানা যাবে:
টেক্সট-
পরীক্ষার নাম <স্পেস> পাশের বছর <স্পেস> পরীক্ষার্থীর শিক্ষা বোর্ডের শুরুর তিন অক্ষর <স্পেস> পরীক্ষার্থীর রোল নম্বর <স্পেস> পরীক্ষায় অংশগ্রহণের বছর।
পাঠাতে হবে-
16222 নম্বরে এসএমএস পাঠিয়ে দেবেন।
উদাহরণ: SSC Dha ROLL 2024