নিখোঁজের পাঁচদিন পর রুমায় মিললো পর্যটন ব্যবসায়ীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০২:৪৬ পিএম

নিখোঁজের পাঁচদিন পর রুমায় মিললো পর্যটন ব্যবসায়ীর মরদেহ

বান্দরবানের রুমায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পর লালরামচহ বম লারাম (৪৩) নামে এক পর্যটন ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বগালেক–ক্যাওক্রাডং সড়কে রুমা উপজেলা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারমন পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ের একটি জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

লালরামচহ বম লারাম (৪৩)। ছবি: সংগৃহীত

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শনিবার সকালে দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

গত ৫ ফেব্রুয়ারি পাহাড়ের সশস্ত্র কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা তাকে অপহরণ করে ধরে নিয়ে গিয়েছিল বলে পরিবার থেকে থানায় অভিযোগ রয়েছে।

রুমা থানার ওসি জানান, উপজেলার সদর ইউনিয়নের বগালেক–ক্যাওক্রাডং সড়কে হারমুন পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত পরিচয়ের এক পাহাড়ির লাশ পড়ে থাকার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে মরদেহ বগালেক পর্যটন স্পটের কটেজ ব্যবসায়ী ব্যবসায়ী  লালরামচহ বম লারামের (৪৩) বলে শনাক্ত করে তার পরিবার।

রুশ থানার ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগালেক পাড়ায় একটি গীর্জায় কীর্তন চলাকালে কেএনএফ এর পোশাক পরিহিত কয়েকজন অস্ত্রধারী  প্রবেশ করে লালরামচনহ বম, তার বাবা সাংলিয়াম বম, স্ত্রী নুজিং বমসহ পাঁচজনকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। পরে মধ্যরাতে পিতা ও স্ত্রীসহ পাঁচজনের চারজনকে ছেড়ে দিলেও লালরাম বমকে ছাড়ে না। তখন থেকেই তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।

Link copied!