নিম্নচাপ রূপ নিয়ে চোখ রাঙাচ্ছে অশনি, ২ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক

মে ৮, ২০২২, ০৯:১৪ পিএম

নিম্নচাপ রূপ নিয়ে চোখ রাঙাচ্ছে অশনি, ২ নম্বর সতর্কসংকেত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে এটি ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে। রবিবার আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্নিঝড়টি একই এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘুর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে নিম্নচাপটি ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হয়েছে বলেও জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি যদি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসে, তা হলে সেটি মাঝারি মাত্রার ঝড়ে পরিণত হতে পারে। তবে শেষ পর্যন্ত সেটি কোথায় গিয়ে আঘাত করবে, তা আরও দুদিন পর জানা যাবে।

এদিকে, ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণের খবরে বলা হয়, মঙ্গলবার সকালেঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছাবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর এর প্রভাব থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের স্থলভাগে ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৬০-৭০ কিলোমিটার হতে পারে।বুধবারের পর অশনি ক্রমশ সমুদ্রের গভীরে শক্তিক্ষয় করতে পারে। বুধবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের স্থলভাগের আছড়ে পড়ার কোন সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

বুধ ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কৃষকদেরও বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। 

Link copied!