পণ্য মজুত করলে ব্যবস্থা, বাড়ছে ওএমএসের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৪, ২০২২, ০১:৩৭ এএম

পণ্য মজুত করলে ব্যবস্থা, বাড়ছে ওএমএসের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পন্য মজুতকারীদের প্রতিরোধে টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পাশাপাশি ওএমএসের কার্যক্রম বাড়ানো হবে বলেও  তিনি জানান।

রবিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সরকারসয়াবিন তেলের দাম সহনীয় রাখতে চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “নিত্যপণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।”

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওএমএসের কার্যক্রম বাড়ানো হবে।

আন্তঃমন্ত্রণালয় বৈঠক অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কয়েক দিন ধরে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভে যখন ফুঁসছে ভোক্তারা। তখনি আবার দাম বাড়ার ফাঁদে পড়েছে ২৪ নিত্যপণ্য। রোজা আগমনের সঙ্গে নিত্যপণ্যের মূল্য আরেক দফা বাড়ায় ভোক্তাদের মধ্য ক্ষোভের পারদ যেন ঊর্ধ্বমুখী। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সয়াবিনের দাম বাড়ার তথ্য প্রকাশ করেছে।

Link copied!