পরীমনির জন্য বাড়তি নিরাপত্তা আদালত প্রাঙ্গণে

আদালত প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২১, ০৪:৫৮ পিএম

পরীমনির জন্য বাড়তি নিরাপত্তা আদালত প্রাঙ্গণে

আলোচিত চিত্রনায়িকা পরীমনির আদলতে আসা উপলেক্ষ্যে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকেই ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান ফটকে অন্যান্য দিনের তুলনায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

রবিবার (আজ, ১০ অক্টোবর) আলোচিত চিত্রনায়িকা পরী মনির বানানী থানার মাদক মামলায় ফের জামিন নেয়ার কথা রয়েছে। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সংশ্লিষ্ট আদালতে মামলাটির চার্জশিট দাখিল করা হলে পরীমনির জামিনের মেয়াদ শেষ হবে।

আর সেকারণেই জামিনের মেয়াদ বাড়াতে আজ (রবিবার, ১০ অক্টোবর) আদালতে যাওয়ার কথা রয়েছে পরীমনির। এ কারনেই আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়।

কোতোয়ালি থানার এএসআই রহিম জানান, পরীমনির জামিন আবেদন শুনানির জন্য কোতোয়ালি থানা পুলিশ আদালত প্রাঙ্গনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তবে তাদের জন্য বাড়তি কোন নির্দেশনা দেয়া হয়নি।

পরীমনির আগমন উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গনে।

কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, আজকের জন্য বিশেষ কোন দিকনির্দেশনা দেয়া হয়নি। প্রতিদিনের ন্যায় কোতোয়ালি থানা পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, থানা পুলিশের ৮টি টিম কোর্ট এলাকার দায়িত্ব পালন করছেন। তবে কখন পরী মনি জামিনের জন্য আসবেন তা নির্দিষ্ট করে জানাতে পারেননি।

রাজারবাগ পুলিশ লাইন থেকে সকাল ৭.৩০ মিনিট একজন এসআই (এবি), একজন এএসআই (এবি) ও ১৩ জন কনস্টেবল সদস্য সকাল থেকেই নিরাপত্তার দায়িত্বে আছেন বলে কনস্টেবল মজনু মিয়া জানান।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী জানান, সকাল ১১.৩০ থেকে ১২টার মধ্যে তিনি কোর্টে আসবেন।

Link copied!