পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ পেল হাদিসুরের পরিবার

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২২, ১২:৩৫ এএম

পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ পেল হাদিসুরের পরিবার

ইউক্রেনের অলভিয়া বন্দরে গত ২ মার্চ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত 'এম ভি বাংলার সমৃদ্ধি' জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ পাঁচ হাজার মার্কিন ডলার সমপরিমান পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে। পাশপাশি ওই জাহাজের অন্য নাবিক ও কর্মকর্তাদের আরও আড়াই কোটি টাকার চেক প্রদান করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর দৈনিক বাংলাস্থ বিএসসি’র আঞ্চলিক কার্যালয়ে হাদিসুর রহমানের পরিবারসহ অন্য নাবিক-কর্মকর্তাদের ক্ষতিপুরণের চেক প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাহসের আইকন। সাহস থাকলে কি হয়-পদ্মা সেতু এর প্রমান; যা ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে। আমরা জাহাজ 'এমভি সমৃদ্ধি' হারিয়েছি। আমরা আরো জাহাজ সংগ্রহ করে সমৃদ্ধ হব। সাহস ও মনোবল হারাবেন না।”

অফিসার ও নাবিকরা আবারও কর্মক্ষেত্রে যোগদান করবেন উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “তারা আবার বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাস রাখবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বিএসসি ভূমিকা রাখবে।”

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “হাদিসুরকে আমরা ফিরে পাবনা। দুর্ঘটনার পর আমার সাথে টেলিফোনে হাদিসুরের বাবা বলেছিলেন, হাদিসুর আমাদের একমাত্র অবলম্বন। আমরা কোথায় যাব-এ চেকটি একটা অবলম্বনের পথ খুঁজে দিল।

তিনি আরও জানান, “হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরির ব‍্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে তার যোগ‍্যতা অনুযায়ি নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন কোন সংস্থায় স্থায়ী চাকরির ব‍্যবস্থা করা হবে।”

অনুষ্ঠানে হাদিসুর রহমানের পরিবার এবং অন্যান্য কর্মকর্তা-নাবিকদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’র পক্ষ হতে ক্ষতিপুরণের প্রায় সাড়ে সাত কোটি টাকার প্রদান করা হয়।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, জাহাজের বীমাকারী প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকেপড়া এম.ভি বাংলার সমৃদ্ধি জাহাজে একটি ক্ষেপনাস্ত্র আঘাত করলে এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।পরবর্তীতে পোল্যান্ড ও রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশী দূতাবাসের সহায়তায় গত ৯ মার্চ জাহাজে অবস্থানরত ২৮ জন নাবিককে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

Link copied!