পাকিস্তানের লোক সারাদিন বলছে, আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২২, ১১:৫৮ পিএম

পাকিস্তানের লোক সারাদিন বলছে, আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও: শিক্ষামন্ত্রী

একাত্তরে গণহত্যার ঘটনায় পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ’একাত্তরে আটকেপড়া পাকিস্তানী সকলেই বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। এখন কেউ আর বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে যাবে না। পাকিস্তানের লোক সারাদিন বলছে- আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও।’

বুধবার ঢাকা শাহবাগে জাতীয় জাদুঘরে "৭১-এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই" শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা ফাউন্টেশনের সদস্য সচিব নারায়ন সাহা মনি, বাংলাদেশ স্বাধীনতা ফাউন্টেশনের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাঃ মো. শহীদুল্লাহ সিকদার প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘৭৫’র ১৫  আগস্টের পর  আমাদেরকে নব্য পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়েছে। সেই অপশক্তি এখনও খুবই সক্রিয়। তাঁরা এখনও আরেকটা ৭৫’ ঘটাতে চায়। এছাড়াও বিরোধী দলের একটি অংশ স্বাধীনতার বিরোধী শক্তি। তাঁদের শীর্ষ নেতাদের অনকের পূর্বসূরিরা রাজাকার ছিলেন। তাঁরা নানা রকমের ঔদ্ধত্য দেখান।’

তিনি বলেন, ‘পাকিস্তানিরা পুরো দেশকে ধ্বংস্তূপ করেছিলন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই ধ্বংস্তূপ থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি।’

ডাঃ দীপু মনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা ছাড়া সবকিছু বলেছেন। পৃথিবীর কোনো বক্তৃতা এতোবার বাজানো হয়নি। আর কোনো বক্তৃতা বাজানোর জন্য মানুষকে জীবন দিতে হয়নি, কারারুদ্ধ হতে হয়নি। বঙ্গবন্ধুর বক্তৃতা নিষিদ্ধ করা হয়েছে, বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হয়েছে, জয় বাংলাকে নিষিদ্ধ করা হয়েছে।

Link copied!