পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজপথে প্রধান দুই দল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৩, ০৫:৩৭ পিএম

পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজপথে প্রধান দুই দল

ফাইল ছবি

দুই দিনের পৃথক কর্মসূচি নিয়ে রাজধানী ঢাকার রাজপথে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকেরা। 

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকেই বিরোধীরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পদযাত্রা করছে। অন্যদিকে বিকেল ৩টায় রাজপথে নামবে আওয়ামী লীগ। 

গত ১২ জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পরের দিনই দুই দিনের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’র ঘোষণা দেয় আওয়ামী লীগ।

বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ১৮ জুলাই রাজধানীর গাবতলী এস এ খালেক বাস কাউন্টার এলাকা থেকে সকাল ১০টায় পদযাত্রা শুরু করে বিএনপি। শেষ হবে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে। আবার ১৯ জুলাই উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা হবে।

অন্যদিকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ নিয়ে বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে যাত্রা শুরু করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শেষ হবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে। পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় এ শোভাযাত্রা হবে।

১৯ ‍জুলাই বুধবার ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত।

Link copied!