পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২১, ০৫:৪৮ এএম

পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও সড়কের পানের ছড়া ঢালা এলাকায় উঁচু পাহাড় থেকে পড়ে গিয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সোমবার মধ্যরাতে পানের ছড়া ঢালা এলাকার সড়কের দক্ষিণ পাহাড় থেকে নিচে পাকা ড্রেনের উপর পড়ে যায় হাতিটি। এতে হাতিটি মাথায় আঘাত পেয়ে মারা যায়। মাদি জাতির (মেয়ে) এ হাতিটির বয়স ত্রিশ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

পরে মঙ্গলবার সকালে পথচারীরা হাতির মরদেহ দেখতে পেয়ে ভোমরিয়াঘোনা বিট অফিসে খবর দেয়। পরে বনবিভাগের লোকজন এসে হাতিটির মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে বেশ কয়েকটি হাতি পানের ছড়া এলাকায় খাবারের সন্ধানে এসেছিলো। এ হাতির পাল প্রায় সময় এই দিকে আসে। খুব সম্ভবত বয়স্ক মাদি হাতি হওয়াতে পাহাড় থেকে পড়ে মারা গেছে।

ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, পাহাড়ে খাবার সংগ্রহ করতে গিয়ে পাহাড় থেকে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

Link copied!