পুলিশ-আমলার ওপর নির্ভর করে টিকে আছে আওয়ামী লীগ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২৩, ০৪:৪৬ এএম

পুলিশ-আমলার ওপর নির্ভর করে টিকে আছে আওয়ামী লীগ: ফখরুল

পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সারা দেশে সাধারণ মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষের আন্দোলন শুরু হয়েছে তখন থেকে, যখন থেকে বেআইনিভাবে দুই দুইবার ভোট ব্যবস্থাকে ধ্বংস করে জোর করে তারা ক্ষমতা দখল করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি অত্যন্ত পুরোনো দল, অথচ তারা এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের এখন পুলিশ এবং আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, এই সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। আমরা কি সেটি হতে দেবো? তখন প্রতিউত্তরে কর্মীরা বলেন, না। আবার তিনি বলেন, আমরা কি এখানে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠিত হতে দেবো? কর্মীরা বলেন, না। তখন ফখরুল বলেন, সেজন্য আমাদের আরও বেশি করে জেগে উঠতে হবে। আপনারা জেগে উঠেছেন। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এখন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে তাদেরকে জাগিয়ে তুলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

গণ-অবস্থান কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সুসংবাদ হচ্ছে এটাই যে, আজকে বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ও সুশীল সমাজ এগিয়ে আসতে শুরু করেছেন। আজকে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে তারা (বাংলাদেশের বরেণ্য নাগরিক) ৬০ জন বিবৃতি দিয়েছেন। তাদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।

Link copied!