পুলিশের আইজিপি জুয়ার ক্লাবে কেন : সাংসদ হারুন

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২১, ০৬:২৯ পিএম

পুলিশের আইজিপি জুয়ার ক্লাবে কেন : সাংসদ হারুন

পুলিশের আইজিপি বোট ক্লাবের সভাপতি। উনি এই পদে থাকতে পারেন কিনা। যে ক্লাবে মদ খাওয়া,জুয়া খেলা ও গণিকাবৃত্তি চলে। একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে চাপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ হারুনুর রশিদ এ কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশের আইজিপির এমন কর্মকান্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করেছিলাম। আজও সেই বিষয়ের কোন উত্তর পাইনি। তাই এই বিষয়ের দ্রুত ব্যাখ্যা কামনা করছি।

এছাড়া তিনি বিসমিল্লাহির রহমানির রহিম যে অর্থ রয়েছে তা সংশোধিত হওয়া প্রয়োজন বলে দাবি জানান। আর বিরোধী দল কাগজে কলমে থাকলে সংসদ কার্যকর হবে বলেও উল্লেখ করেন তিনি।

গোপন কক্ষ থাকে বোট ক্লাবে

তুরাগ নদীর তীরে নির্মাণ করা হয়েছে ঢাকা বোট ক্লাব। ২০২০ সালের শুরুর দিকে নান্দনিক স্থাপনা ঢাকা বোট ক্লাবের নির্মাণ কাজ হয়। এ মদ খেয়ে ফুর্তি করার জন্য বেশ কয়েকটি কক্ষ রয়েছে বোট ক্লাবে। এছাড়া এ ক্লাবে সদস্য ছাড়াও মদ কিনতে পারেন বহিরাগতরাও।

ঢাকা বোট ক্লাবটি মূলত তিন তলা একটি স্থাপনা। যার নিচ তলায় রয়েছে বসার জায়গা আর দ্বিতীয় তলায় রয়েছে মদের বার। আর তৃতীয় তলায় রয়েছে স্বল্প সময়ের জন্য রুম ভাড়া নেওয়ার ব্যবস্থা। যেখানে অবৈধ কার্যকলাপ চলার অভিযোগ সাধারণ মহলে দীর্ঘদিনের।

Link copied!