ফখরুল-আব্বাসের জামিন ঠেকাতে বুধবার রাষ্ট্রপক্ষের আপিল

আদালত প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৩, ০২:৫০ এএম

ফখরুল-আব্বাসের জামিন ঠেকাতে বুধবার রাষ্ট্রপক্ষের আপিল

রাজধানীর পল্টন থানায় নাশকতা মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ফখরুল-আব্বাসের জামিন দেন। তবে হাইকোর্টের এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের আইন কর্মকর্তা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির।

হাইকোর্টের দেওয়া জামিন আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এস এম মুনির আরও বলেন, আগামীকাল (বুধবার) আপিল করা হবে।

হাইকোর্ট ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিলেও রাষ্ট্রপক্ষ আপিল করার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির ওই দুই নেতার মুক্তি পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে বিচারিক আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন আবেদন চার দফা নাকচ হয়। এরপর উচ্চ আদালতে যান বিএনপির দুই নেতা এবং মঙ্গলবার তাঁরা জামিন পান।

প্রসঙ্গত, রাজধানীতে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের আগে গত ৮ ডিসেম্বর রাতে নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।  পর দিন ৯ ডিসেম্বর পুলিশ তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএনপি এই দুই নেতাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। এসময় বিবাদী পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে কারাবন্দি আছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাস।

Link copied!