বঙ্গোপসাগরে ট্রলারডুবি, খোঁজ নেই ৩০টি ট্রলারসহ ৩৮ জেলের

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২০, ২০২২, ০৫:০৯ পিএম

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, খোঁজ নেই ৩০টি ট্রলারসহ ৩৮ জেলের

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এখনও ৩৮ জেলে নিখোঁজ রয়েছেন।  

গতকাল শুক্রবার দিনভর বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলার ডুবির ঘটনা ঘটে। এছাড়া ৩০টি ট্রলারের এখনও সন্ধান পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো-এফবি মা মনি-৩, এফবি সাইফুল, এফবি আল-মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি। এরমধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। অন্য চার ট্রলারের জেলেদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে গেছে। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৭০ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে।

এফবি মরিয়ম নামের একটি মাছ ধরা ট্রলারের মাঝি মো. ইসাহাক ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে ট্রলার রক্ষা করতে তাকে উদ্ধারের চেষ্টা করতে পারেনি অন্য জেলেরা।

নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে রয়েছে-এফবি জাবের, এফবি আবদুল্লাহ, এফবি মা-মনি-২, এফবি মা-কুলসুম-২, এফবি আবদুল্লাহ, এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি আশরাফুল, এফবি ইয়াসমিন, এফবি মায়ের দোয়া। নিখোঁজ অন্য ট্রলারগুলোর নাম এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল গণমা্ধ্যমকে জানান, সাগরে ট্রলার ডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে।” এছাড়া বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

Link copied!