বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২২, ০৬:১৯ পিএম

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশে পারে দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ধারণা করছে, আগামীকাল বিকেল থেকে পরশু সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আজ রবিবার সকালে আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বলেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানবে কি না তা এখনই বলা মুশকিল। এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে এবং যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে মিয়ানমার উপকূলীয় এলাকায় আঘাত হানার সম্ভাবনাই বেশি। আরও এগিয়ে এলে নিশ্চিত করা বলা যাবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়ার পরে এই পরিস্থিতিতে পরিবর্তন আসবে। দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আগে যদি অন্য কোনো ঘূর্ণিঝড় না আসে তাহলে এর নাম হবে 'অশনি'।

আবহাওয়া অধিদপ্তর তাদের ১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিম্নচাপটি একই এলাকায় (৯ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৮০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে এগুতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে বিচরণে নিরুৎসাহিত করা হয়েছে।

Link copied!