বাংলাদেশ-ভারত উন্নয়ন অংশীদারিত্ব বেড়েছে: ভারতীয় হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২১, ০৬:১৬ এএম

বাংলাদেশ-ভারত উন্নয়ন অংশীদারিত্ব বেড়েছে: ভারতীয় হাইকমিশন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার উন্নয়ন অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

২৭-২৮ অক্টোবর ঢাকায় ১৯তম ভারত-বাংলাদেশ ঋণচুক্তি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সরকারকে দেওয়া ঋণচুক্তি বাস্তবায়নের জন্য গৃহীত ৪৩টি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ডিপিএ-এক) শ্রী শ্রীধরন মধুসূদনন ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ইআরডি বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। সভায় বাংলাদেশে ঋণচুক্তির অধীনে প্রকল্প বাস্তবায়নকারী ভারতীয় কোম্পানিগুলোর প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

সভায় জানানো হয়, বিগত কয়েক বছরে ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।  বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য ভারতের ঋণচুক্তি প্রকল্পের আওতায় বাংলাদেশকে ৭ দশমিক ৮৬২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চারটি ঋণ প্রদান করা হয়েছে। ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত মোট বিতরণ করা হয়েছে প্রায় ৮৬৫ মিলিয়ন মার্কিন ডলার। ৮৬২ মিলিয়ন মার্কিন ডলারের প্রথম ঋণচুক্তির অধীনে, ১৫টি প্রকল্পের মধ্যে ১২টি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ৩টি প্রকল্প বাস্তবায়নাধীন। দুই বিলিয়ন মার্কিন ডলারের দ্বিতীয় ঋণচুক্তির অধীনে, ২টি প্রকল্প ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং অন্যান্য প্রকল্পগুলি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের তৃতীয় ঋণচুক্তির অধীনে, ১টি প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে পৌঁছেছে এবং অন্য প্রকল্পগুলি ডিপিপি চূড়ান্তকরণ এবং টেন্ডারিংয়ের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

এসময় আরও জানানো হয়, গত তিন বছরে ভারতের ঋণচুক্তি প্রকল্পের  অধীনে ৯৯০ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের চুক্তি প্রদানের পাশাপাশি  পরবর্তী কয়েক মাসের মধ্যে আরও ৩২৫ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি চূড়ান্ত করা হচ্ছে, যাতে করে ঋণচুক্তির ব্যবহারের হার অদূর ভবিষ্যতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

উভয় প্রতিনিধি দলের প্রধান এসময় স্মরণ করেন যে, ১৭ ডিসেম্বর ২০২০ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল সামিটের সময় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ঋণচুক্তি ব্যবহার করে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছিলেন।

এসময় আগামী ২০শ দ্বিপাক্ষিক ঋণচুক্তি পর্যালোচনা সভা ২০২২ সালের এপ্রিলে দিল্লীতে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

Link copied!