বাংলাদেশ মহামারি মোকাবেলায় ত্রি-স্তরীয় পদক্ষেপ গ্রহণ করেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৩:৩৩ এএম

বাংলাদেশ মহামারি মোকাবেলায় ত্রি-স্তরীয় পদক্ষেপ গ্রহণ করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোয়াইট হাউসে আয়োজিত কোভিড-১৯ মহামারি বিষয়ক গ্লোবাল সামিটে অংশগ্রহণ করে বাংলাদেশের করোনা মহামারি নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বলেন, বাংলাদেশ করোনাভাইরাস মহামারি মোকাবেলায় ত্রি-স্তরীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

বুধবার(২২ সেপ্টেম্বর) ‘হোয়াইট হাউস বৈশ্বিক কোভিড-১৯ শীর্ষ সম্মেলন: মহামারীর সমাপ্তি এবং আরও ভাল অবস্থা গড়ে তোলা’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগের রেকডকৃত বক্তব্য প্রচার করা হয়।

করোনা মহামারির সময় সরকারের ত্রি-স্তরীয় পদক্ষেপের কথা অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রি-স্তরীয় পদক্ষেপ হলো:

প্রথমত, চিকিৎসা সুবিধা, সরঞ্জাম ও জীবন রক্ষাকারী ওষুধ ও অন্যান্য সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনরক্ষা করা হয়েছে।

দ্বিতীয়ত, নাগরিকদের জীবন-জীবিকা সুরক্ষায় বিশেষত সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা করা হয়েছে।

তৃতীয়ত, যত দ্রুত সম্ভব অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসমসয় প্রধানমন্ত্রী আরও জানান, করোনাকালে তার সরকার এক হাজার ৫৪০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ গ্রহণ করেছে। দরিদ্র ও বঞ্চিত মানুষের সহায়তায় পদক্ষেপ নেওয়া হয়েছে। তার সরকার গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন কোটি ৫০ লাখ মানুষকে করোনাভাইাসের টিকা দিয়েছে। প্রতি মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে তার সরকার, যাতে আগামী বছরের আগস্টের মধ্যে দেশের ৮০ শতাংশ জনগণকে টিকা সম্ভব হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় করোনাভাইরাসের টিকাকে ‘গুরুত্বপূর্ণ বৈশ্বিক পণ্য’ ঘোষণার দাবি জানান।

শেখ হাসিনা এসময় ভবিষ্যতে কী কী পদক্ষেপ গ্রহণে জোর দেওয়া যায় সে বিষয়েও কথা বলেন। তিনি বলেন, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা তিনটি বিষয়ের ওপর  জোর দিচ্ছি:

প্রথমত, অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি নীতি গ্রহণের মধ্য দিয়ে স্বাস্থ্যব্যস্থার উন্নতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বেগবান করা।

দ্বিতীয়ত, টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের ওপর জোর দান।

তৃতীয়ত, জলবায়ু সংকটের সমাধানের পাশাপাশি কার্বন নি:সরণ হ্রাসকরণ।

Link copied!