বাইক থেকে পড়ে মারা গেল বান্ধবী, আত্মহত্যা করলেন বন্ধু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ১০:৩২ পিএম

বাইক থেকে পড়ে মারা গেল বান্ধবী, আত্মহত্যা করলেন বন্ধু

ঈদের আগের দিন বন্ধুর সাথে মোটরসাইকেলে বের হয়ে ট্রাকের ধাক্কায় মারা যান নওশীন আক্তার (২১)। রাজধানীর গুলিস্তান হানিফ ফ্লাইওভারের কাছে বঙ্গভবনের উল্টোপাশে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। আহত হন বন্ধু রাহাত হোসেন আসিফ (২৫)। বান্ধবীর মৃত্যুর দুদিন পর আত্মহত্যা করেছেন এই যুবকও। 

রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। রাহাতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদীপ সাহা বলেন, বান্ধবীর মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন আসিফ এমনটাই ধারণা। এ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, ২১ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢামেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যান রাহাত। ঈদের দিন দিবাগত রাত থেকে সকাল সোয়া ছয়টার মধ্যে যেকোনো সময়ে ডান হাতের ব্যান্ডেজ খুলে জানালার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

শুক্রবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে নওশীন তাঁর বন্ধু রাহাতের সাথে মোটরসাইকেলে করে খিলগাঁও তিলপাপাড়া থেকে ঈদের কেনাকাটা করতে ওয়ারীর দিকে মার্কেটে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিতে থাকা শিক্ষার্থী নওশীনের।  

রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএর শিক্ষার্থী ছিলেন রাহাত হোসেন আসিফ। তাঁর বাবার নাম মো. আমির হোসেন, মা শাহিনুর বেগম।

ঈদ উপলক্ষে ঢাকা প্রায় ফাঁকা। সড়কে যানবাহন কম হওয়ায় গতি বেড়ে যায় চালকদের। এ কারণে ঈদের ছুটি দুর্ঘটনাও হয়ে যাচ্ছে ফাঁকা রাজপথেও।

রাজধানীর হাসপাতালগুলো থেকে জানা যায়, ঈদের ছুটির শুরু থেকে ঈদের দিন পর্যন্ত রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার জন। এর বাইরেও নিহতের সংখ্যা রয়েছে কিনা ছুটি শেষে বিস্তারিত জানা যাবে বলছেন দায়িত্বশীলরা।

Link copied!