বাড়লো বাসভাড়া, উঠলো ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৭, ২০২১, ১১:৪৮ পিএম

বাড়লো বাসভাড়া, উঠলো ধর্মঘট

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবী মেনে নিয়েছে সরকার। এতে টানা তিন দিন ধরে চলা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন।

রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দপ্তরে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে অংশ নেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া এক টাকা ৮০ পয়সা নির্ধারণ করে দিয়েছে সরকার। আর মহানগরে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বাস ভাড়া সর্বনিম্ন ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজি চালিত বাস ভাড়া বৃদ্ধির আওতায় আসবে না বলে জানানো হয়েছে। সোমবার (৮ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার (৭ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা। নতুন সমন্বয় করা ভাড়ায় কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা বেশি গুনতে হবে।

এছাড়া, মহানগরে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ১৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা।

অন্যদিকে, মহানগরে মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। বর্ত মানে এই ভাড়া ছিল ১ টাকা ৬০ পয়সা। এ হিসেবে প্রতিকিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। 

প্রস্তাবিত ভাড়া বিআরটিএ গেজেট প্রকাশের পর আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বলে জানা গেছে। এই খবরের পর বাস মালিক সমিতি তাদের বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।

প্রথমে বিআরটিএর পক্ষ থেকে বাসভাড়া বাড়ানোর বিষয়ে একটি তালিকা দেওয়া হয়। এর বিপরীতে পরিবহন মালিক পক্ষ থেকে পাল্টা একটি প্রস্তাব দেওয়া হয়। তারপর দতুই পক্ষের প্রস্তাবনা নিয়ে দর কষাকষি শেষে সরকার বাসভাড়া বাড়ানোর ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তাপর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাসভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সকল গণপরিবহন ধর্মঘট পালন করছে বাস, ট্রাক ও লঞ্চ মালিকরা।

Link copied!