বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৪:০৭ পিএম

বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার বিকেলে রাজধানীর বেসরকারি  এভারকেয়ার হাসপাতালে যাবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার বিকেল ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে যাবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

প্রসঙ্গত, গত বছরের ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর তার অস্ত্রোপচার করা হয়। তিন সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া। এর পর গত ৭ নভম্বের হাসপাতাল ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসা ফিরোজায় উঠেন তিনি। 

খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতি দমন কমিশিনের দায়ের করা দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২১ সালের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত তিন দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। 

তবে বিএনপির নেতারা খালেদা জিয়ার শর্তসাপেক্ষে এ মুক্তিকে ‘গৃহবন্দি’ আখ্যা দিয়ে তার মুক্তির জন্য আন্দোলন করছেন। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকার তা নাকচ করে দেয়।

Link copied!