বিতর্কিতদের বাদ দিয়ে হবে হেফাজতের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২১, ০৭:১৩ এএম

বিতর্কিতদের বাদ দিয়ে হবে হেফাজতের নতুন কমিটি

হেফাজতে ইসলাম থেকে রাজনৈতিক পরিচয় পরিচয়ধারী ও বিতর্কিত নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হবে। এতে কোন বিতর্কিত নেতা স্থান পাবে না বলে জানিয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির। রবিবার(২৫ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ কথা জানান মাওলানা নাসির উদ্দিন মুনির।

মাওলানা নাসির উদ্দিন আরও জানান, একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে অরাজনৈতিক আলেমদেরকে নিয়ে নতুন করে হেফাজতকে ঢেলে সাজানো হবে। শিগগির নতুন কমিটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে রবিবার রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনের আমির মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী। তবে পরবর্তীতে আহ্বায়ক কমিটির মাধমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

রবিবার (২৫ এপ্রিল) রাত ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বাবুনগরী এই ঘোষণা দেন। ‌'আল্লামা জুনায়েদ বাবুনগরী' নামে একটি ফেসবুক পেজে ১ মিনিট ২৮ সেকেন্ডের ওই ভিডিও বার্তাটি প্রচার করা হয়।

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশা আল্লাহ ভবিষ্যতে আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতের কার্যক্রম শুরু হবে।’ 

এদিন রাত ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় এক জরুরি বৈঠকে কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয় হেফাজত নেতারা। পরে সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেও কমিটি বিলুপ্তির ঘোষণা নিশ্চিত করা হয়। 

Link copied!