বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২১, ০৪:০৬ পিএম

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আগামীকাল বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রানিয়াম জয়শঙ্কর।বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে সামনে রেখে বৃহস্পতিবার একদিনের সফরে তিনি ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসবেন এবং একই দিনে ঢাকা ত্যাগ করবেন।

সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র  প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের সঙ্গে এস জয়শঙ্কর সাক্ষাৎ করবেন। বৈঠকে কানেক্টিভিটি, বানিজ্য, আঞ্চলিক সহযোগিতা, করোনায় সৃষ্ট স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট মোকাবেলাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। অমীমাংসিত ইস্যু বিশেষ করে তিস্তা চুক্তির বিষয়টি গুরুত্ব পাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মোদীর এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে প্রত্যাশা করছে ঢাকা।

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২৬মার্চ নরেন্দ্র মোদীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

মোদির সফরকে সামনে রেখে গত ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফর করেন। সে সময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন তিনি। তার আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন। ওই সময় পররাস্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন।

Link copied!