মসজিদে জুতা বদল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ০৫:১৯ এএম

মসজিদে জুতা বদল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মসজিদে গিয়েছিলেন যুবক। বেরোনোর সময় হয়ে যায় জুতা বদল। এরপর এ নিয়েই কথা কাটাকাটির মাঝে বাঁধে সংঘর্ষ। সেই সংঘর্ষে নিহত হলেন একজন। এ ঘটনায় এরইমধ্যে আটজনকে আটক করেছে পুলিশ। সামান্য জুতা বদল নিয়ে তুলকালাম এই ঘটনাটি ঘটেছে ঈদের দিন শনিবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামের একটি মসজিদে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

স্থানীয়রা জানান, ওই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি হলেন আবুল কাশেম (২৫)। তিনি মাইজখলা গ্রামেরই বাসিন্দা।

ওসি সুশীল রঞ্জন সাংবাদিকদের বলেন, ঈদের জামাত শেষে জুতা বদল নিয়ে মাইজখলা গ্রামের জালাল শাহ ও জিয়াউর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় আবুল কাশেম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরে তাঁর মৃত্যু হয়। যোগ করেন সুশীল।

সংঘর্ষে দুই পক্ষের আহত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Link copied!