মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২৩, ০২:০৬ এএম

মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আগামী ২৭ জুলাই রাজধানীতে সরকারের পদত্যাগের একদফা দাবিতে মহাসমাবেশের জন্য দুটি জায়গার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি। স্থান দুটি হলো- নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যান।

সোমবার দুপুরে ডিএমপি কমিশনার বরাবর এই চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

চিঠিতে উল্লিখিত দুটি স্থানের যেকোনো একটিতে মহাসমাবেশ করার আগ্রহ জানিয়েছে বিএনপি। তবে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে এখনো কোনো স্থান নির্দিষ্ট করে দেয়নি ডিএমপি।

এর আগে দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মহাসমাবেশ করার জন্য স্থান বরাদ্দের অনুমোদন চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। আশা করি, আজকের মধ্যেই আমাদের স্থানের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে মির্জা ফখরুল ইসলাম ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

Link copied!