মাঙ্কিপক্সের রোগী শনাক্তের খবর গুজব: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

মে ২৪, ২০২২, ০৫:৪৭ পিএম

মাঙ্কিপক্সের রোগী শনাক্তের খবর গুজব: বিএসএমএমইউ উপাচার্য

দেশে মাঙ্কিপক্স ভাইরাসে শনাক্ত হওয়ার যে খবর ছড়িয়েছে তা গুজব, বাংলাদেশে এখনো এই রোগে কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিল্টন হলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, “গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশে প্রথম মাঙ্কিপক্স শনাক্তের খবর ছড়িয়ে পড়ে, যা পুরোপুরি গুজব। এটি আমাদের নজরে আসার পর আমরা সাথে সাথে খোঁজ নেওয়া শুরু করি। পাশাপাশি আমরা ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের কাছে মৌখিক সাহায্য চাই।”

তিনি বলেন, “আমরা জানতে পারি নোয়াখালী জেলার সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদের ফেসবুক ওয়ালে এ পোস্ট পাওয়া গেছে। তাৎক্ষনিকভাবে আমরা তার সাথে যোগাযোগ করি। তখন আমরা জানতে পারি তিনি এ ধরনের কোন স্ট্যাটাস দেননি। ফেইক আইডি থেকে এ ধরনের স্ট্যাটাস দেয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুত আছি। এখন প্রর্যন্ত এ ধরনের কোন রুগী শনাক্ত হয়নি। যদি পাওয়া যায় তবে আমরা আলাদা ইউনিট করে আইসোলেশনের ব্যবস্থা করবো।”

Link copied!