মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গা শরণার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২২, ১২:১৫ এএম

মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গা শরণার্থীরা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরগুলোয় ‘গো হোম’ বা ‘বাড়ি চলো’ প্রচারণা শুরু করেছেন রোহিঙ্গা শরণার্থীরা। কয়েক দিন ধরে আশ্রয়শিবিরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্যাম্পের অলিগলি ও শরণার্থীদের বাড়িতে ছোট ছোট দলে বিভক্ত হয়ে এ কর্মসূচি চালাচ্ছেন শরণার্থীরা। প্রচারণা কর্মসূচি পরিচালনা করছেন শিক্ষিত রোহিঙ্গারা, যাঁদের বেশির ভাগ তরুণ-যুবক।

এ ক্যাম্পেইনের বিষয়ে বিশ্ববাসীকে জানান দিতে রবিবার (১৯) সকালের দিকে উখিয়া ও টেকনাফে বৃহৎ সমাবেশের ডাক দিয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। অন্তত ১২টি স্থানে একাধিক সমাবেশ করার প্রস্তুতি নিয়েছেন রোহিঙ্গারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে সমাবেশকে সফল করার আহ্বান। রোহিঙ্গা সংগঠনের পক্ষ থেকে ‘বাড়ি চলো’ কর্মসূচির ব্যানার-পোস্টারের দেখা মিলছে আশ্রয়শিবিরগুলোর অলিগলিতে।

শনিবার সকাল থেকে উখিয়ার বালুখালী, লম্বাশিয়া, মধুরছড়া ও কুতুপালং আশ্রয়শিবিরগুলোর রাস্তা ও অলিগলিতে বেশ কিছু ব্যানার টাঙানো হয়েছে ‘বাড়ি চলো’ প্রচারণা কর্মসূচির। ব্যানারে পাঁচ বছর আগে রাখাইন রাজ্য ছেড়ে দল বেঁধে বাংলাদেশ পালিয়ে আসার মুহূর্তে তোলা রোহিঙ্গাদের ছবি ব্যবহার করা হয়েছে। ছবির ওপরে-নিচে ইংরেজি, বর্মিজ ও রোহিঙ্গা ভাষায় লেখা হয়েছে স্লোগান। একটি ব্যানারে লেখা হয়েছে, ‘আমরা মিয়ানমারের আরাকান রাজ্যের (বর্তমান রাখাইন রাজ্য) রোহিঙ্গা জাতি। অনেক বছর ধরে বাংলাদেশের আশ্রয়ে আছি। সে থেকেই রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়নি মিয়ানমার। ফেরত নিয়ে যাওয়ার আইনি সরকারও নেই মিয়ানমারে। সুতরাং আমাদের নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে। চলো বাড়ি ফিরে যাই।’

Link copied!