মৃত্যু বাড়লেও কমেছে করোনা শনাক্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ১২:০৬ এএম

মৃত্যু বাড়লেও কমেছে করোনা শনাক্তের সংখ্যা

বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বাড়লেও শনিবার গত ২৪ ঘন্টায় এই সংখ্যা বেশ কমেছে। তবে এই সময়ে করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। শুক্রবার গত একদিনে ৬ জন মারা যায়। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৩৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ জন মারা গেছেন। অন্যরা মারা যায় বেসরকারি হাসপাতালে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৪৭ জন। শুক্রবার গত একদিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ৪ হাজার ৩৭৮ জন।  শনিবারের শনাক্তদের নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন। করোনায় গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৪ হাজার ২৮টি পরীক্ষায় তিন হাজার ৪৪৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের শতকরা হার ১৪ দশমিক ৩৫। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের শতকরা হার ১৩ দশমিক ৬৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮১ লাখ ৪৯ হাজার ৯১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে্ এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ লাখ ৮২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে । অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৮ লাখ ৩২ হাজার ১২০টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২৯৪ জনসহ মোট ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার শতকরা হার ৯৬ দশমিক ২৯।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।  প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ২০২০ সালের এপ্রিলের পর ২০২১ সালের  ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে দেশ মৃত্যুহীন দিন পার করে।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গত বছরের ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

Link copied!