সাংবাদিকদের দুর্বলতা আছে, তাঁদের পরিপক্কতা দরকার: মোমেন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২২, ০৪:০১ এএম

সাংবাদিকদের দুর্বলতা আছে, তাঁদের পরিপক্কতা দরকার: মোমেন

'যে জিনিসগুলোর ধারে কাছে বলি নাই সেগুলো হেডলাইন করেছে’ দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, হয়তো তারা বাংলা বোঝেন না, তাঁদের পরিপক্কতা দরকার।

সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তাঁর বক্তব্য উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় শনিবার গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, 'যে জিনিসগুলোর ধারে কাছে বলি নাই সেগুলো হেডলাইন করেছে। হয়তো তাঁরা বাংলা বোঝেন না। আর না হয় ইচ্ছে করে এই ধরনের মিথ্যা তথ্য প্রচার করেছেন কোনো উদ্দেশ্য নিয়ে। এই মিথ্যা প্রচারণার ফলে যেটি অসুবিধা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা বোধ হয় তাঁদের শত্রু। এমনভাবে প্রচারণা করেছে যে-যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর প্রচেষ্টা করা হয়েছে। খুবই দুঃখজনক ও লজ্জাজনক।’

তিনি আরও বলেন, 'যে সাংবাদিকরা এটা করেছে তাদের জন্য এটা লজ্জার বিষয়। আর আপনাদের (গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক) জন্য দুঃখের বিষয় যে আপনাদের সহকর্মীরা এই ধরনের বানোয়াট জিনিস প্রকাশ করেছেন। আমি অনেক সাংবাদিককে বলেছি, আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। কেন এতো নিম্মমানের সাংবাদিকতা! এটা আপনাদের জন্য দুঃখের বিষয়।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'গত ২৬ তারিখ প্রেসক্লাবে কলামিস্টদের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য দেই। ১৭টি গণমাধ্যম তা নিয়ে যে হেডলাইন করেছে, তাঁর সঙ্গে আমার বক্তব্যের কোনো ধরনের সম্পর্ক নেই। হেডলাইগুলো বলেছে, আমেরিকা যুদ্ধবাজ, অমুক-তমুক, এই কথাগুলো আমাদের মুখেও আসেনি।’

এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে সাবেক রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তিনি ।

এ সময় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন,পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা)- এর প্রেসিডেন্ট শমসের মবিন চৌধুরী, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন

Link copied!