যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করছে বিএনপি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৯:৪৮ পিএম

যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করছে বিএনপি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিগগিরই আসছে যুগপৎ আন্দোলনের রূপরেখা। শুধু জাতীয় পার্টিই নয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে যে কোনো দলের জন্য দরজা খোলা আছে বিএনপির।

মঙ্গলবার খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। সোমবার ১২ই সেপ্টেম্বর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত জানানোর জন্য আজ দুপুরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

ভবিষ্যতের জন্য ও সহিংসতা এড়াতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে— এর বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, সহিংসতা এড়াতে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়কের ব্যবস্থা সরকারকেই করতে হবে। নির্বাচন হতে হবে নির্বাচনের মতো। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে ক্ষমতাসীনদের।

সরকার চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব উল্লেখ করে ফখরুল বলেন, নিরপেক্ষ ব্যবস্থা তৈরি করতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এরপরেই যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোকে নিয়ে পার্লামেন্ট গঠন করা হবে।

জাতীয় পার্টির সঙ্গে এখনো ফরমাল কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমরা যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়েছি। আন্দোলনের মাধ্যমেই ভবিষ্যতে কি হবে তা নির্ধারিত হবে। আর জাতীয় পার্টির সঙ্গে আমরা এখনো ফরমাল কোনো আলোচনা করিনি। আলোচনার দরজা খোলা আছে, রাজনৈতিক দল, ব্যক্তি সংগঠন যারাই এ কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে তাদের সঙ্গে নিয়েই আমরা যুগপৎ আন্দোলন করবো।

তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে আওয়ামী লীগ, হামলা করছে আওয়ামী লীগ আর সেখানে পুলিশ বাদী হয়ে উল্টো বিএনপি নেতাকর্মীর নামে মামলা দিচ্ছে। সরকার চাইলেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। আমাদের দাবি একটাই পরিবেশ তৈরি করো, একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করো, ভোটাররা তাদের যেন পছন্দের প্রতিনিধিকে বেছে নিতে পারেন।

Link copied!