রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণ: ৩ জনের মৃত্যু; আহত অর্ধশত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২৩, ০৬:৫২ পিএম

রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণ: ৩ জনের মৃত্যু; আহত অর্ধশত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে বসুন্ধরা গলিতে সুকন্যা টাওয়ারে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অর্ধশত।

রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ধানমন্ডির পপুলার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। বিস্ফোরণের ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়া ৩০ থেকে ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অগ্নিদগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, এখানে পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা খুবই গুরুতর। 

আহত অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত আটজনকে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাঁদের সবারই মাথায় আঘাত আছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বিস্ফোরণে তিনতলা ভবনের এক পাশের আংশিক দেয়াল ধসে পড়েছে। ভবনটিতে থাকা ফোয়েনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি, একটি সেলুন ও বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিস্ফোরণের পর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্ফোরণের পরই নিউমার্কেট ও ওই এলাকার সব মার্কেটে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহসহ নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচতলায় হোটেল, দোতলায় সেলুন ও প্যান্টের দোকান রয়েছে। তৃতীয় তলায় ইন্স্যুরেন্স কোম্পানি থাকতে পারে। তাৎক্ষণিকভাবে কেউ বিস্ফোরণের কারণ  জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, এসি অথবা সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটে। 

এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমের সাথে কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন। 

তিনি বলেন, বিল্ডিংয়ের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, বিল্ডিংয়ের অবস্থা ভালো নয়। ভবনটির তিনতলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইন্সুরেন্স কোম্পানির অফিস ছিল। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারও প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি ও পরিদর্শন  করেছি। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। একটি হলো শর্ট সার্কিট, জমে থাকা গ্যাস বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও এসি বিস্ফোরণও হতে পারে। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে সঠিক কারণ জানা যাবে।

হতাহতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে মিলে ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর। আর শুনেছি তিন জন মারা গেছে। 

Link copied!