রাষ্ট্রপতি পদ লাভজনক বলে প্রশ্ন তোলা অবান্তর: অ্যাটর্নি জেনারেল

আদালত প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০১:৫৪ এএম

রাষ্ট্রপতি পদ লাভজনক বলে প্রশ্ন তোলা অবান্তর: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নির্বাচিত হওয়ার পর তিনি আর প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো কর্মকর্তা নন। তাই এই পদকে লাভজনক বলে প্রশ্ন তোলাকে অবান্তর মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

বুধবার নিজ কার্যালয়ে দেশের ২২তম রাষ্ট্রপতির নিয়োগ যথাযথ হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  

রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, “রাষ্ট্রপতি সম্পূর্ণভাবে বৈধ, কোনো প্রশ্ন করা উচিত না। আমার মতে, যে প্রশ্ন করা হচ্ছে, সেটা অবান্তর।”

রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নিবাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল। দুদক আইনে উল্লেখ আছে, দুদকের কোনো কমিশনার চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগ পাবেন না।  দুদকের এই আইনের কারণে বিভিন্ন মহল থেকে মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে প্রার্থীতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই বিষয়টি প্রাধান্য পায়।

এসময় সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, “বিচারপতি সাহাবুদ্দিন আহমদ রাষ্ট্রপতি হওয়ার পর তখন এটাকে লাভজনক পদ উল্লেখ করে এক আইজীবী রিট করেছিলেন। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট কতগুলো ঘোষণা দিয়েছেন যেগুলোর মধ্যে অন্যতম হলো-রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো কর্মকর্তা নন।”

সংবিধানের বেশ কয়েকটি অনুচ্ছেদ উল্লেখ করে এএম আমিন উদ্দিন বলেন, “সংবিধানের ৪৮, ৬৬ ও ১৪৭ অনুচ্ছেদ মিলিয়ে পড়লে দেখা যাবে- এটা কোনোভাবেই লাভজনক পদের মধ্যে পড়ে না। রাষ্ট্রপতি কেনোভাবেই সরকারের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি নন।”

Link copied!