সহসাই উঠছে না র‌্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৩, ২০২২, ০৯:১১ পিএম

সহসাই উঠছে না র‌্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা: পররাষ্ট্রমন্ত্রী

এলিট ফোর্স র‌্যাব এবং এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার উপর দেওয়া নিষেধাজ্ঞা যে সহসা উঠছে না, বাংলাদেশকে সেই ইংগিতই দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের ঢাকা সফরের সময় এমন আলোচনাই হয়েছে।

“উনারা বলেছেন যে, এটা একটা প্রক্রিয়া, এটা একটি জটিল প্রক্রিয়া। সুতরাং মুখে বললেই হবে না। তবে, তারা এটা নিয়ে কাজ করবে।”

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত বছরের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সে সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এমন পদক্ষেপ নিয়ে অসন্তোষ জানিয়েছিল বাংলাদেশ সরকার। পরে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে একটি লবিস্ট সংস্থাকেও নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশিপ ডায়ালগে যোগ দিতে আন্ডার সেক্রেটারি নুল্যান্ড গত ১৯ থেকে ২১ মার্চ ঢাকা সফরে এলে বাংলাদেশের তরফ থেকে র‌্যাবের ওপর ওই নিষেধাজ্ঞার প্রসঙ্গও তোলা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসছে এপ্রিলে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকেও তিনি নিষেধাজ্ঞা তোলার বিষয়ে কথা বলবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “গত ১০ ডিসেম্বরের পরে মার্কিন প্রতিনিধি যার সাথেই আলাপ হয়েছে, র‌্যাব ইস্যুটা এসেছে। আর সম্প্রতি মার্কিন আন্ডার সেক্রেটারি যিনি আসছিলেন, তার সাথেও এটা নিয়ে আলাপ হয়েছে। “উনার বক্তব্য আপনারা শুনেছেন।  উনি বলেছেন যে, গত তিন মাস র‌্যাবের কারণে কারও মৃত্যু হয় নাই, এসবে তারা খুশি। তবে একটু সময় লাগবে।"

 

 

Link copied!