লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে শিক্ষার্থীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:৪৩ এএম

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মানিকগঞ্জের পর এবার লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালে জান্নাতুল ফিজা নামের ওই শিক্ষার্থী মারা যায়। ফিজা রায়পুর উপজেলার সায়েস্তানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পড়ত। সে দেবীপুর এলাকার সেলিম উদ্দিনের মেয়ে।

স্বজনরা জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নিয়মিত মাদ্রাসায় যাচ্ছিল জান্নাতুল। চার দিন আগে তার জ্বর হয়। ছিল কাশি-সর্দিও।

এরপর পল্লি চিকিৎসক দেখিয়ে প্যারাসিটামল ট্যাবলেট এবং আরও কিছু ওষুধ খাওয়ানো হয় তাকে। শুক্রবার সকালে জ্বর তেমন ছিল না। কিন্তু সন্ধ্যার দিকে শ্বাস-প্রশ্বাসের কষ্ট দেখা দিলে হাসপাতালে নেয়ার পর জান্নাতুল ফিজা মারা যায়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কমলা শীষ রায় গণমাধ্যমকে জানান, হাসপাতালে আনার আগে জান্নাতুল ফিজা মারা যায়। তবে তার করোনা উপসর্গ ছিল।

সিভিল সার্জন আবদুল গফ্ফার গণমাধ্যমকে জানান, চার দিন ধরে জান্নাতুল জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। এ সময় পল্লি চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ খায়। শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে তার অক্সিজেন লেভেল ৬৫ শতাংশের নিচে নেমে আসে। উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, যেহেতু তার করোনা উপসর্গ ছিল, সে অনুযায়ী তার নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট হাতে এলে নিশ্চিত হওয়া যাবে, সে করোনায় মারা গেছে কি না।

Link copied!