লাখ টাকার বিনিময়ে এনআইডি পাচ্ছেন রোহিঙ্গারা, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২২, ০৩:৩৬ পিএম

লাখ টাকার বিনিময়ে এনআইডি পাচ্ছেন রোহিঙ্গারা, গ্রেপ্তার ১০

ভোটার তালিকা হালনাগাদের সুযোগে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র তৈরি করে নিচ্ছে রোহিঙ্গারা। প্রতিটি এনআইডির জন্য তাদের দিতে হচ্ছে এক লাখ ৩০ হাজার টাকা।

চট্টগ্রামে লাখ টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম লেখাতে এসে মঙ্গলবার দুই রোহিঙ্গা, পাঁচ ডেটা এন্ট্রি অপারেটরসহ ১০ জনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা এমন সন্দেহের কথা জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- দুই রোহিঙ্গা কামাল হোসেন (৪৫) ও পারভীন আক্তার (২৫)।

ডেটা এন্ট্রি অপারেটর ইয়াছিন আরাফাত (২২), নুর নবী ওরফে অনিক (২৫), মিজানুর রহমান (২৩), ফরহাদুল ইসলাম (২৮) ও ইমন দাশ (২০); নুরুল আবছার (২৮) ও শামসুর রহমান ওরফে শামসু মাস্টার (৬০) ও এক সিএনজি অটোরিকশা চালক মো. কামাল (৪২)।

আটকের পরপরই ১০ জনকে টানা জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, যেকোনো ব্যক্তির শুধু নাম, পিতার নাম এবং বয়স উল্লেখ করে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় ঢাকায়। আধাঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যায় ভেরিফায়েড জন্ম নিবন্ধন।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আলী হোসেন বলেন, রোহিঙ্গাদের এনআইডি পাইয়ে দিতে এক লাখ ৩০ হাজার টাকা করে নেওয়া হয়। রোহিঙ্গাদের কাছ থেকে এ টাকা নেয় মাসুম মাস্টার। পরে দালাল নুরুল আবছারকে টাকা দিয়ে ইসির ডাটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে রোহিঙ্গাদের এনআইডি পাইয়ে দিতে সহায়তা করা হয়।

তিনি আরও জানান, এই চক্রে আর কেউ জড়িত আছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে যারাই যুক্ত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Link copied!