শনিবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২২, ১২:০৭ এএম

শনিবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিতে যখন বিশ্বের বিভিন্ন দেশ খাবি খাচ্ছে সেই পরিস্থিতিতে বিশ্বব্যাংকও উদ্বীগ্ন। বিশ্বের অন্তত ৫০ টিরও বেশি দেশ মন্দা তথা দুর্ভিক্ষের মুখে এখন। এ অবস্থায় নানা দেশের সাথে বিশ্বব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে বিশ্বসংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার তিনদিনের সফরে শনিবার ঢাকায় আসছেন। 

সফরকালে তাঁর সাথে থাকবেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক। শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভাইস প্রেসিডেন্ট রেইজার বলেছেন, আমি বাংলাদেশে সফরে আসতে পেরে আনন্দিত। আমি বাংলাদেশ সরকারের সাথে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করবো। যা বাংলাদেশকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে রাখতে এবং জনগণের জন্য সুযোগ তৈরি করতে সাহায্য করবে।

রেইজার তাঁর তিনদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরবর্তী কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেককে পরিচয় করিয়ে দেওয়া হবে। আবদুলায়ে সেক আগামী ১ জানুয়ারি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্বব্যাংক জানিয়েছে, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল অন্যতম। স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩৭ বিলিয়ন বা ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি অনুদান, সুদমুক্ত ও রেয়াতি সুদের ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সহায়তাপ্রাপ্ত ৫৫টি প্রকল্প বাংলাদেশে চলমান। এসব প্রকল্পে আইডিএ ১৫ দশমিক ৭ বিলিয়ন বা ১ হাজার ৫৭০ কোটি ডলার অর্থায়ন করেছে।

Link copied!