শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ২৭ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৫, ২০২১, ১১:৫২ পিএম

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ২৭ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও কোস্টগার্ড সদস্যরা।

উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ডুবে যাওয়া লঞ্চটি ক্রেনের মাধ্যমে নদীর পাড়ে টেনে আনে। এরপর লঞ্চটির ভেতরে তল্লাশি করে এসব মরদেহ উদ্ধার করে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ)-এর চেয়ারম্যান কমডোর মো. সাদেক গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে পাড়ে টেনে আনা হয়।

এসময় লঞ্চের ভেতর থেকে নারী, শিশু ও বেশ কয়েকজন পুরুষসহ আরো ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল রাত ১২টা পর্যন্ত আরও ৫ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত মোট ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে ‘রাবিত আল হাসান’ নামের যাত্রীবাহী লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। ওইসময় শীতলক্ষ্যা নদীতে মালবাহী একটি জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়।

লঞ্চটি ডুবে যাওয়ার পর কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নারী-পুরুষ ও শিশুসহ অনেক যাত্রী নিখোঁজ ছিলেন।

Link copied!