সুনামগঞ্জ: দুইপক্ষের সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধ, অর্ধশতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২, ২০২১, ০৪:২৭ এএম

সুনামগঞ্জ: দুইপক্ষের সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধ, অর্ধশতাধিক আহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে দুই পক্ষের বন্দুকযুদ্ধের ঘটনায় অন্তত ২০ জন গুলিবিদ্ধ ও অধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ ২০ জনসহ ২৫ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই দুই পক্ষের নেতৃত্বে রয়েছেন ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণি ও একই এলাকার নিজামুল করিম। নিজামুল করিম উপজেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বলেও জানা গেছে। 

এই দুই পক্ষের মধ্যে ইতোপূর্বে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে ২০ জন গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,' আমরা আনুমানিক ৬টার দিকে ইহসাকপুর গ্রামে ওই সংঘর্ষের বিষয়টি জানতে পারি। পরে পুলিশের একটি  দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের খুঁজতে পুলিশের অভিযান চলছে।” সংঘর্ষের ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

Link copied!