সরকারী গাছ কাটায় জেলে দুই আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৪, ২০২১, ০২:৩৯ এএম

সরকারী গাছ কাটায় জেলে দুই আ. লীগ নেতা

সরকারী গাছ কাটায় আওয়ামী লীগের দুই নেতাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (১৩ অক্টোবর) টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনতারা ইউনিয়নে সরকারি গাছ কাটার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ওই দুই নেতা হলেন, আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম বকসী ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন।

মামলার পিপি অ্যাডভোকেট মোতালেব মিয়া বলেন, তারা আজ টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মো. সাউদ হাসান তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন। 

এর আগে, জুলাই মাসে আনাইতারা ইউনিয়নের লক্ষীনদা গ্রামে রাস্তার দুপাশের সরকারি গাছ কাটার অভিযোগে ওই গ্রামের হামিদুর রহমান বাবুকে আটক করে পুলিশ। পরে ১৯ জুলাই এ বিষয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশী জিজ্ঞাসাবাদে হামিদুর রহমান বাবু জানান নাজিম বকসী ও আলমগীর হোসেন রাস্তার পাশের গাছকাটার সঙ্গে জড়িত। তারপর, নাজিম বকসী ও আলমগীর হোসেন উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেয়।

 

 

Link copied!