সহিংসতার মধ্যেই শুরু হলো ষষ্ঠ ধাপে ইউপি ভোট

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩১, ২০২২, ০৩:৩৫ পিএম

সহিংসতার মধ্যেই শুরু হলো ষষ্ঠ ধাপে ইউপি ভোট

ইউপি নির্বাচন ঘিরে হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনা থেমে নেই। গত শনিবারও কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ও চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণা গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমন সংঘাত, সহিংসতার মধ্যেই আজ সোমবার ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে পাঁচটি ধাপে ৩ হাজার ৫৫০টি ইউপিতে ভোট গ্রহণ হয়েছে। এসব ভোটের আগে-পরে ও ভোটের দিন বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। নির্বাচন নিয়ে সহিংসতায় সারা দেশে এ পর্যন্ত ৯৫ জনের প্রাণহানি হয়েছে।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের রহমান ফকিরের মাজারসংলগ্ন নৌকা প্রতীকের ক্যাম্পে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে কুপিয়ে জখম করা হয়। তাঁরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। শনিবার রাত ৯টা থেকে সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মিঠু ও তার সমর্থক একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সরকারকে দায়ী করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে মহিউদ্দিন মিঠু ওই অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের সমন্বয়ক মো. ওমর ফারুক বাদী হয়ে ধামতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাদেকুর রহমান সরকারসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Link copied!