সাগর থেকে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, দুই পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৬, ২০২২, ১২:২৫ এএম

সাগর থেকে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, দুই পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ উপকূলের গভীর সাগর থেকে মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গা নারী ও শিশুসহ ৫৮ জনকে উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক স্কোয়াডন লিডার তানভীর হাসান জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূলের গভীর সাগরে এ অভিযান চালানো হয়।

আটক দুই পাচারকারির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি  র‌্যাব।

র‌্যাব বলছে, উদ্ধারদের মধ্যে ১১ জন শিশু, ২৪ জন নারী ও ২৩ জন পুরুষ। আর রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। স্থানীয় একজনের পরিচয় জানা যায়নি।

তানভীর বলেন, শামলাপুর সমুদ্র উপকূল দিয়ে ট্রলারে করে সাগরপথে কিছু লোকজনকে মালয়েশিয়া পাচারের খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে গভীর সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে জব্দ করা হয়। এ সময় ট্রলার থেকে ৫৭ জন রোহিঙ্গা এবং একজন স্থানীয় নাগরিক এবং পাচারকাজে জড়িত দুইজনকে উদ্ধার করা হয়।”

র‍্যাবের এ কর্মকর্তার ভাষ্য, "দালাল চক্র ফাঁদে ফেলে উদ্ধার হওয়া লোকজনকে সাগরপথে মালয়েশিয়া পাচার করছিল। তাদের ছোট ট্রলার থেকে বড় ট্রলারে তুলে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশ ছিল পাচারকারিদের। আটকরা মানব পাচারকারি চক্রের সক্রিয় সদস্য।"

এ বিষয়ে বিকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Link copied!