সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ কোটি টাকা বরাদ্দ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২২, ০৮:৫২ পিএম

সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ কোটি টাকা বরাদ্দ

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এরই মধ্যে সিলেট-সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি জানান, সিলেটের বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। তবে সুনামগঞ্জের পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

এরই মধ্যে বন্যাকবলিত অঞ্চলে মানুষকে রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। বন্যার ফলে ওই অঞ্চলগুলোতে সড়কের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। এর ফলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

এদিকে বৃষ্টিপাতের এ ধারা আরও দু’দিন থাকতে পারে বলে আবহাওয়া অফিস বলেছে। এরপর পানি নামতে শুরু করতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে ডা. এনামুর রহমান জানান, এখন পর্যন্ত বন্যায় দুই জন প্রাণ হারিয়েছে।

এ পর্যন্ত এক কোটি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। দুই জেলায় এখন পর্যন্ত ২ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। দুই জেলার বন্যা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী আরও ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

 
Link copied!