সিলেটে নৌকার ভাড়া কয়েকগুণ আদায়

নিজস্ব প্রতিবেদক

জুন ১৮, ২০২২, ১০:৫৭ পিএম

সিলেটে নৌকার ভাড়া কয়েকগুণ আদায়

সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত কয়েকটি এলাকায় নৌকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বন্যার্তদের সহায়তায় নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় মাঝিরা কয়েকটি এলাকায় আগের ভাড়া থেকে এখন কয়েক গুণ বাড়িয়ে আদায় করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। 

সরেজমিনে দেখা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বন্যাকবলিত মানুষের স্বজনেরা ভিড় করছেন সিলেট শহরের পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ঘাটে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই ঘাটে শতাধিক যাত্রীবাহী নৌকা ছাড়াও বালুবাহী নৌকা  বন্যাদুর্গতদের সরিয়ে আনার জন্য কাজ করছে। 

স্থানীয়রা জানিয়েছেন, সালুটিকর থেকে কোম্পানীগঞ্জের তেলিখাল গ্রামের দূরত্ব ১০ কিলোমিটার। স্বাভাবিক সময়ে এই পথে নৌকায় যেতে ৮'শ থেকে ১ হাজার টাকা ভাড়া দিতে হয়। এখন এই ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে মাঝিরা কয়েক হাজার টাকা ভাড়া চাইছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।  

 

 
Link copied!