জয়ের জন্য শতভাগ আশাবাদী রেজাউল, শাহাদাতের নানা অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২১, ০৪:৪৮ পিএম

জয়ের জন্য শতভাগ আশাবাদী রেজাউল, শাহাদাতের নানা অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি নিজের ভোট দিয়ে বলেছেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে জয়-পরাজয় যা–ই হোক, আমি তা মেনে নেব। বুধবার সকাল পৌনে নয়টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন রেজাউল করিম চৌধুরী। তার বাড়ির পাশের কেন্দ্র এটি। এ সময় তার সঙ্গে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ অন্য নেতারা ছিলেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেজাউল করিম চৌধুরী। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভোট সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে। 

নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, সিটির সব ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সকাল ১০টার দিকে বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে ভোট দেন শাহাদাত। তিনি ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এ কথা বলেন।

বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্ট থাকা ও তাদের এজেন্টদের গ্রেপ্তার ও হয়রানির বিষয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বিএনপি অভিযোগের পার্টি। সাংগঠনিক অবস্থার কারণে তাদের লোক নেই। সাংগঠনিক দুর্বলতার কারণে এজেন্ট দিতে পারেনি।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ের সম্ভাবনা কার বেশি, এ আলোচনা ছাপিয়ে ভোট কেমন হবে, সে প্রশ্নই বড় হয়ে উঠেছে এই নির্বাচনে। এ প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হবে না। কয়েক ঘণ্টার মধ্যেই ভোট কেমন হবে, তা স্পষ্ট হয়ে যাবে।

নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫। এর মধ্যে ৪২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট ভোটকেন্দ্রের মধ্যে ৫৬ শতাংশ।

গত সোমবার মধ্যরাতে শেষ হয় নির্বাচনের সব ধরণের প্রচারণা। সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাত জন প্রার্থী। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম। ধানের শীষ প্রতীকে মেয়র পদে লড়ছেন ডা. শাহাদাৎ হোসেন। চট্টগ্রাম সিটির ৪১টি ওয়ার্ডে ১৩২ জন পুরুষ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭শ ৬ জন। মোট ভোট কেন্দ্র ৭শ ৩৫টি। এবার সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

Link copied!