সুনামগঞ্জে ফের ভারী বৃষ্টিপাত, বন্যা অবনতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জুন ৩০, ২০২২, ০৬:৫৮ পিএম

সুনামগঞ্জে ফের ভারী বৃষ্টিপাত, বন্যা অবনতির শঙ্কা

সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার ও সদর উপজেলায় গত তিন দিনের টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এরই মধ্যে ফের পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ।

নদ-নদী ও হাওরে পানি বেড়ে নতুন করে মানুষের বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কাজীর পয়েন্টে আবার বন্যার পানি উঠেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সুনামগঞ্জ পৌর শহরের কাছে সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৭৫ সেন্টিমিটার। পানি বাড়ছে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের দিন বৃষ্টি হয়েছিল ১৯৫ মিলিমিটার। চেরাপুঞ্জিতে গতকাল বৃষ্টি হয়েছে ৯৫ মিলিমিটার।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, বন্যা তো জেলাজুড়েই। মাঝখানে কিছুটা উন্নতি হয়েছিল। এখন যেহেতু আবার বৃষ্টি হচ্ছে তাই পানি কিছুটা বাড়ছে। তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো পূর্বাভাস নেই।

সুনামগঞ্জে ১৬ জুন থেকে ভয়াবহ বন্যা দেখা দেয়। মাঝখানে এক সপ্তাহ বিরতি দিয়ে আবার ২৭ জুন থেকে বৃষ্টি শুরু হয়েছে।

Link copied!