কক্সবাজার সমুদ্র সৈকত

স্রোতের টানে ভেসে গিয়ে পর্যটকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২৩, ০১:৫৭ এএম

স্রোতের টানে ভেসে গিয়ে পর্যটকের মৃত্যু

সংগৃহীত ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত মোহাম্মদ সাআদ (২৫) ঢাকার যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার মো. আহসান উল্লাহর ছেলে।

শনিবার (১ জুলাই) দুপুর ২টায় লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহেরিন আলম জানান, সকালে সাআদসহ ১৫ জন বন্ধু ঈদ উপলক্ষে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুর ১২টার দিকে বন্ধুরা মিলে সৈকতের লাবণী পয়েন্টের সাগরে গোসল করতে নামেন। এ সময় সাগরে ভাটার তীব্র স্রোতের টানে সাআদ ভেসে যান।

তার বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা আসেন এবং তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে দুপুর ১টায়  সুগন্ধা পয়েন্টের সাগরে গোসল করতে নেমে ভাটার তীব্র স্রোতের টানে ভেসে যাওয়ার সময় মোহাম্মদ আলিফ নামের এক শিশু পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। ওই শিশুকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে সুস্থ আছে এখন বলে জানান এএসপি শেহেরিন আলম।

Link copied!