হিরো আলমকে মারধর বিচ্ছিন্ন ঘটনা: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৯, ২০২৩, ০১:৩১ এএম

হিরো আলমকে মারধর বিচ্ছিন্ন ঘটনা: ডিবি প্রধান

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন চলাকালীন বনানী বিদ্যা নিকেতনের বাইরে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত (গোয়েন্দা) কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ৫০-৬০ জন লোকের সামনে কে বা কারা হিরো আলমকে মেরেছে এটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। আসলে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ঘটনাটি মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটেছে। ওই সময় পুলিশ ছিল। তারা নিবৃত করার চেষ্টা করেছে। ঘটনা ঘটার ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আরও কিছু নাম পাওয়া গেছে। আমরা তাদেরও শিগগিরই গ্রেপ্রতার করবো।

তিনি আরও বলেন, সকাল থেকে হিরো আলম ৫০-৬০ জন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলেন। কোথাও কোনো ধরনের ঘটনা ঘটলো না। ঘটনার সময় তাদের কেউ ধাক্কা দিচ্ছে, ছবি তুলছে। হিরো আলম বারবার একটি গ্রুপের দিকে তেড়ে যাচ্ছেন। তখন পুলিশ তাকে নিবৃত করার চেষ্টা করেছে। কিন্তু তাকে গেটের বাহিরে যখন কে বা কারা মারধর করেছে তখন তো পুলিশ ভেতর থেকে বাহিরে যেতে পারবে না, কারণ ব্যালট বাক্স রয়েছে। যারা গোয়েন্দা হিসেবে বাহিরে ছিল, তারা দ্রুত সেখানে হাজির হয়েছে। আমাদের মধ্য থেকে একজন আহত হয়েছে বলেও জানান তিনি।

হামলাকারীরা যে দলেরই হোক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে হারুন বলেন, এ ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে সেটাও আমরা দেখবো। এখনো কোনো মামলা হয়নি। হিরো আলম মামলা না করলেও বিষয়টি পুলিশ দেখছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

Link copied!